মালদা

তৃণমূল কর্মীদের ওপর বোমা হামলা, অভিযোগের তীর কংগ্রেসের দিকে

মালদার পুকুরিয়ার থানার বড় কামডোল গ্রামে তৃণমূল কর্মীদের ওপর বোমা হামলার অভিযোগ। বোমার আঘাতে গুরুতর আহত পাঁচ তৃণমূল কর্মী। প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক। অভিযোগের তীর কংগ্রেসের দিকে। 

জানা যায়, এদিন মসজিদ থেকে বাড়ি ফেরার সময় তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। ঘটনায় ৫ তৃণমূল কর্মী গুরুতর জখম হয় বলে খবর। মনসুর রহমান নামে এক তৃণমূল কর্মীর বোমার আঘাতে হাত উড়ে গিয়েছে বলে খবর। এলাকার কংগ্রেস নেতা মোহাম্মদ কাইয়ুমের নেতৃত্বে হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে পুকুরিয়া থানা থেকে ছুটে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী। পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই ওই এলাকায় কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে গোলমাল চলছিল। তার জেরেই এই হামলা বলে অভিযোগ। ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। 

এদিকে এই ঘটনায় তারিকুল শেখ নামে এক তৃণমূল কর্মী অভিযোগ করে বলেন, ভোটে হেরে যাওয়ার কারণে কংগ্রেসের লোকজন আগে থেকেই এই পরিকল্পনা করেছিল। কিন্তু তারা নামাজ পড়তে যাওয়ার সময় হামলা চালাবে সেটা বুঝতে পারেননি। ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত রয়েছে বলে তিনি জানান।